====================
এমন করে কপাট বন্ধ করেছো
আশ্বিনের ঝড় আসলেও- খোলে না-
ভাঙ্গে না; চির তরে বন্ধ দ্বার!
তবুও চিতলপাতায় ঘুমের ঘোর যেনো
অবোঝ শিশু,চমকে উঠে বার বার;


স্বপ্ন জানালায়-দক্ষিণা বাতাস বিস্ময়
অথচ ভোর ক্লান্ত কপাট শুধু বন্ধ;
ঐ যে, আশ্বিন দৌড়য়ে আসে প্রতিধ্বনি-
মুখর কি আনন্দ! সবই অম্লান করার মতো
ঝলমল চাঁদমুখি দ্বারের সামনে যখন!


পচে গেছে আশ্বিন,উড়ছে নর্দমায় ঘ্রাণ-
অতঃপর খোলবে কেনো ? একখানা
আশ্বিনের কপাট।
২৪-০৯-১৮
--------------