=========================
আজ শুধু আষাঢ়ের প্রথম দিন,
ছাতাটা মেঘশুন্য হয়েছে রঙিন-
হাতের মুঠোই কিংবা উঠানে বৃষ্টির আলিঙ্গন
মেঘলা মন- তবুও বারন মেঘ গুড়গুড়
আওয়াজে বুকটা হয়েছে ভারাক্রান্ত।


হলুদ রাঙা কদম করেছিল আকুল-
কেনো না কদম যে প্রথম ছুঁয়া সকাল!
তাই তো নদীর জলে ভেসে যাই কিছু কায়া
আর সোনালি মেঘে পাঁপড়ি
ঝরা নিশানায় শুধু আষাঢ় ছোঁয়া কদম।


০১ আষাঢ় ১৪২৬, ১৫ জুন ১৯
-------------------------------------