=====================
সমাজ সংসারে মানসিক তারপর
পাগল- এ দু’য়ের মধ্যে পার্থক্য কি?
পাগল বুঝে শুধু রঙ খিয়ালী পাগলামি
আর মানসিক বুঝে নিরধী মানসিক!
বলো দেখি কোনটার সাথে তাল দিয়ে
থাকলে, চললে আমি হবো মানবিক;


অথচ কত রঙের ফুলে রা ফুটেই উড়চ্ছে
গন্ধবিরল সাজে মেঘ; নুনা বৃষ্টির ঝড়ে
ভাঙ্গে মাটির স্বপ্নচূড়ার ঘর- বুঝবে কি আর
যুগ যাবে যুগ থাকবে- তবুও জয় হোক
এ সমাজ সংসারে মানসিক ও পাগল-
অতঃপর অসুস্থ থাক এক ভাবনার মানবিক।


১৩ চৈত্র ১৪২৫, ‍২৭ মার্চ ১৯
--------------------------