নয়নে নয়নে ক্ষিপ্ত, ভাষা নেই- শূন্য!
একেমন ফসলের মাঠ দেখছি- আস্তে
আস্তে সবুজ দিগন্তু নিলীন হয়ে যাচ্ছে;
ফসলেরা এখন শুধু চিঠা ধানের মতো-
রূপ দেহ সৌন্দর্য্য আছে কিন্তু গুণ, জ্ঞান
পুষ্ঠিসাধ্য নয়, কি হবে এখন? দুর্বলাকেশ


মৃত্যুর মতো- বুঝে না- ক্রমানয়ে ধেন জ্ঞান
চিন্তা চেতনা নতুনত্ব চলমান! তাতে লাবণ্য
সবুজত্ব নেই- দেখা যাক, আবার ফিরে আসে
কি না- ফসল ভরা সোনালি মাঠ-হয়তো সেদিন
অন্য স্বাদে গন্ধ ছড়াবে-এটাই হচ্ছে,কি আর হবে
বলো আফসোস রেখে- এটাই হচ্ছে হবে।


১১ ফাল্গুন ১৪২৬, ২৪ ফেব্রুয়ারি ২১
---------------------------------