=========================
এখনো কিছু আটে কলার পুষ্টি সদ্য নাই
সময়েরও গণ্ডি অতিক্রম শুধু বোধহীন-
কেনো না তাদের মৃত্যুর কোন ভয় নেই;
শুকনো ঝরা পাতার মতো আয়োজ করে
বিশ্বাসটুকু নাই পুঁজাকৃত ফুলের !


তবুও তারা ভাল আছে এ ভুবন জুড়ে
কেনো না তারাই কলার গাছ বপন করে-
আর লাল মান্জুলের মতো বাঁচতে আনন্দ পায়
অতঃপর চিনে না আপন আটে কলার গন্ধ স্বাদ।


০৫ আষাঢ় ১৪২৬, ১৯ জুন ১৯
------------------------------