এক যুগ আট বছর অতিবাহিত হলো
একটা ঝাঁঝাল চাঁদ কে দেখি না! পূর্ণিমা
রাতের ব্যথা গুলো- এ শস্য ক্ষেতের
লজ্জাবতী পাতার মতো আর কৃষ্ণচূড়া
সমস্ত রাস্তা রাঙিয়েছে, কালো মেঘে
মাটিকে শ্রাবণ দিয়েছে অথচ তোমার
ফাল্গুন আজও ঝর্ণা ধারা সোনালি পাহাড়;
হিসাবের অডিট বড়ই আফসোস হাহাকার
প্রেম নয় যেনো ইট ভাটার জ্বলন্ত অনল-
অতঃপর এক যুগ আট বছর অতিবাহিত যন্ত্রনা।


১১জৈষ্ঠ ১৪২৯, ২৫ মে ২২