========================
নিঃশ্বাসের ডগায় থমকে গেছে রঙিলা পৃথিবী!
সাদা, নীল, লাল, সবুজে বর্ণচূড়ার কি যে খেলা-
মাঝে মাঝে অতলস্পর্শ সরিয়ে নিয়ে যায় অদূরে;
তবুও পৃথিবীর আলোকে অতিদর্প দেখি অবেলায়;


কত বক, শালিকের জমাট আর্তনাদ শুনতে হয়েছে,
বুঝোনি- আহত শরীর গন্ধ মিশায় মৃত্তিকায়- অথচ
কি অতিদর্পী হেঁটেই গেলে এক দাবালন মাঠ রেখে-


অথৈ সমুদ্রভাসমান যাত্রী কিংবা জোনাকির নিভু
নিভু আলোক জ্যোতি ফুরানো, প্রেমময় দেখবে কে?
বার বার কাছে ডাকে এক অতলস্পর্শ মাঠ ঘাট।


০৬ জ্যৈষ্ঠ ১৪২৬, ২০ মে ১৯
---------------------------