==========================
কাঠপুড়ানলে যৌবন যে এখন ওদের-
ওরা তো জানে না- অন্তঃসলিলার কতটুকু মানে ?
কতটুকু অন্তঃজ্বালাময় বেদনা;


আর কত এভাবেই বয়বে নোনা সাগর
সময়ে যারা খেলতে পারে -জলতরঙ্গের মতো
তারাই তাপরশ্মি রবফ গলায় ক্ষত-


সুরালা গলায় ওদের বিদ্বেষী রূপ যৌবন
কি করে বাঁধবে বাঁধ-মৃত্তিকায় রক্তক্ষরণ জীবন্তলাশ
অন্তময় অন্তঃসলিলায় যে অতন্দ্র রাত।


তোমাদের কাঁটাতে হবে স্বপ্ন ঘোরবাঁলিশে
নয় ভয়ঙ্কর যৌবনে, কিংবা নিরবে দু’তলা চড়ই ঘরে
অভয়রাণ্যে রেখো না কখনো অতন্দ্র আচ।
১৮-০৮-১৮
----------