=========================
বছরের ঝুলিতে বারটা মাস নগরদুলাই-
কোন মাসকে ভালোবাসবো- উচ্ছ্বাস না পাই;
কোন মাসকে গলাভরা জলনদী করবো তাই
নাকি ফাঁসির দড়িতে ঝুলাবো,পাহাড় ঝর্ণা গলাই;
কি অদ্ভূত ! আকাশের বোধময় নীল সুবাস গন্ধ সুধাই।


শুধু ঝঝালো পূর্ণিমার ঘাস মাটি -এই বুঝি ফুরে যায়-
তবুও বছরের সাথে যে,দিনের প্রীতি- একটু সময় নাই-
জানলো না আঁধারের জোনাকি ঘাসফড়িং ফুরফুরাই
কি বা বছর কিবা মাস কিবা দিবারাত সবই এক ধোঁয়াচোর
অতঃপর রঙিন রঙিন সাজানো- এ ঘর -সে ঘর পাড়া বদর ।
১০-০৪-১৮
========