======================
এভাবে কবিতার মতো সব যদি হয়
তাহলে জীবনের উর্বরতা মানে
কি- জীবনের পুষ্টি সাধ্য কি ?
বাঁচতে চাই শুধু সবুজ ভালোবাসায়-
হতাশার অগ্নি নয় শুধু একটু প্রণয়;


ওভাবে ভাবো না আর বাস্তবতা
কঠিন ছলনাময় যন্ত্রনা- মৃত্যু
সে তো শয়তান যে কোন
সময় হানবে-ভাঙ্গবে প্রণয়ের সাঁকো
জীবন ফুর্তিবিলাস নয় এতটুকু বাঁকো।


১২ আষাঢ় ১৪২৬, ২৬ জুন ১৯
--------------------------------