========================
আবারো সর্বাঙ্গে কবিতার শুনচ্ছি আর্তনাদ
তবে প্রশ্ন, স্বার্থপর তুমি কার ? এখন নাকি
হাট বাজারে স্বার্থ বিক্রি হচ্ছে আর ক্ষমতাও
নাকি লুটপাট করচ্ছে- অথচ লজ্জার বিবেক
বোধ তুমি কার ? ভেঙ্গেছে জলমাটি আকাশ;
আফসোস ন্যায় নিষ্টা সততা ‍তুমি ডুবে যাও-


কেনো না তোমার কাছে স্বার্থ আছে- আগাত
ক্ষমতা আছে; তবুও নির্ভয়ে কবিতা চলবে
হাঁটবে এমন কি দৌড়াবে, সাঁতার কাঁটবে-
কবির সত্ত্বা জেগে উঠবে আবার কবিতা বুনাবে
সোনালি মাঠ জুড়ে-দূর আকাশে নিপাত যাক-
স্বার্থ ক্ষমতা- অতঃপর কবিতা তুমি কার?


০২ জ্যৈষ্ঠ ১৪২৬, ১৬ মে ১৯
--------------------------