নির্বোধ চোখ চায়া থাকে খুলা আসমানে
তারার গায়ে, বুক ঠোঁটের ভাষা নেই,
মুখমণ্ডল ঐ চাঁদমুখি- মৃত্তিকার গন্ধ মুখর
আউশের নবান্ন উঠান! বেশ আনন্দের
হাত স্পর্শ যাদুকার- ভাবনাটাও নির্বাক;
ঘনঘটা সোনালি মেঘের দৌড়ে পূর্ণিমা রাত,
ভোরের শিশির জমানো কচুপাতার হাসি
অমলিন করে গেলো- ধূসর জীবনের বাঁকে;
অথচ নির্বোধ চোখ চেয়ে দেখল না, একবার
সাদা মেঘের দলে প্রণয়ের ‍শুধু আউশের মাঠ।


২৫ কার্তিক ১৪২৯, ১০ নভেম্বর ’২২