===========================
যা কিছু দেখি বা ঘটেই চলছে দু’চোখের সামনে,
যদি সবুজ প্রকৃতির মতো উপলদ্ধি না করতে পারি-
তাহলে মানবতার ধর্ম যে খেলনা-সেই খেলায়
খেলে যায় গোল্লাছুট, দাঁড়িয়াবান্ধা; দেহের আরচিহ্ন
পলকৃত করে বিবেক; বিবেকের চোখ আছে-
সত্যটা বুঝার মন আছে; এ সত্যের নামি হলো
জ্ঞানের দূরপাল্লা কিংবা সুখেরসুট- চোখ না থাকলে,
সে মৃত প্রায় আর মৃত্যুই চোখ দিয়ে দেখে ঠিকেই
কিন্তু মনে রাখে না-তবুও আমরা দেখছি সবই;
মনে করতে পারচ্ছি না- প্রতিবাদের ভাষাও খুঁজে পাচ্ছি না
সেতো মেঘলা জলপাতের অভয়ারণ্যে বর্ণচূড়া মন।


১০ কার্তিক ১৪২৬, ২৬ অক্টোবর ১৯
------------------------------------