====================
আহা গায়ে পিঠে কি হচ্ছে কি হচ্ছে না
উষর ভূমি ভাবতে গেলে উহ শব্দমালা
ঐখানে শুধু যেনো মারবেল খেলার যন্ত্রনা-
তবু কত বার খেলোয়াড় ছুঁটছে মন্দ না;


আহা যমুনার থৈ থৈ গলা ভরা সুখের মাঠ
কে দেখে নদী, অভিসন্ধির বুকে মারমার কাট-
সন্ধি হলো না বন্ধ হলো না কুকুরে পা চাট;
বালুচরে নাই ঘর নাই জল শ্মশান ভরা হাঁট।
২৮-০৬-১৮
--------------