========================
জীবনের পাল্লায় পাল্লায় হাক শুনে আকাশ
জল শুকনো ঊর্মী নামে মাটি ও বাতাস-
ফুলচন্দ্রন সুবাস যেনো খলবল করে উঠে মাছ


পায়রার ডানায় শুধু শব্দ শব্দ উড়ে যায় মেঘমাল্লা-


আমি থাকি মাটি বেশে- তুমি জ্বালাও অনল তাস
খেলছে বেশ দুনিয়া জুড়ে,মাছি মশা রক্ত চুষা খাস;
তবুও ভাসছে মাঝিমাল্লা ডুবছে মাছের হাড় কাটা!


বেখেয়ালী ভাবনা বুঝে না পালঙ্কে সাজতে হবে সাজ!


পাখিদের মিছিল হবে- সবুজ তরুলতাদের সুবাস-
যে দিখে তাকাও শুধু সন্ধ্যামালতী আঁধার আবাস।
১৮-০২-১৮
========