নিদারুণ ভাগ্য গো নিতাইগঞ্জ
ভাবনার চাতলা পিঠে
খেলা করে বাউলের কূঞ্জ!
দুঃখ স্বাদের চলে বৃন্দাবন-
কার আছে এমন সাধ্য মন;
কেবা সঙ্গে থাকল আমার
শূন্য দেখো ধু ধু বালু ঘর।


উত্তরে খড়া আর দক্ষিণে জল
প্রজাপতিরা করে না গুঞ্জন -
ঐ যে সবুজ ঘাসের বুক
কে হবে একলা রাতে
জোছনা পুড়া স্বজন;


পূর্বতে অনল আর পশ্চিমে
পূন্যফল- কি হবে আমার
গঙ্গা পারে অশ্রু স্বজল
যা হইবার তাই হয়েছে কমল-
শূন্যেই দেখো ধু ধু বালু ঘর।
২৩-০৭-১৭
-------------