========================
দেহের ট্রাম্পার কমে যাচ্ছে-
ঝাংলার ঝুলন্ত লাউশাকের মতো
ভাবতে পাও; ঠিক তিমি মাছের চর্বি
মতো- শেওলা ধরেছে দেহ!


তালগাছের কথা মনে পরে যখন হেঁটে যেতে-
বামন হয়ে কালোবিড়ালের দৃষ্টি!
তারপরও ধেহে আসছে বয়সের নোনে যাওয়া
কার্তিক মাস কিংবা নতুন কোন শরতের হাওয়া;


কাশফুল কুরাতে আসবে না জানি
স্মৃতিগুলো ভিজবে না তাও জানি-
শুধু একাকিত্বের অচিনা সুর ভেসে যাবে
চাঁদের কাছে- এক বামন আত্মা কশে।


২৪ আষাঢ় ১৪২৬, ০৮ জুলাই ১৯
--------------------------------