বাতাসের গায়ে রক্তক্ষয়ী যুদ্ধ দেখিনি
গোলাপের গন্ধে গল্প ইতিহাস শুনছি;
চোখে প্রভাতফেরি বিজয় উল্লাস দেখি
জলভারি বুকটা গর্বে ঝর্ণা ধারা বয়-
সুখ দেখি শুধু লাল সবুজের পতাকায়
সুফলা শস্য শ্যামলা চির সবুজের সমাহ
গলা ভরে গায়তে ইচ্ছা হয় ‘‘আমার সোনার
বাংলা- আমি তোমায় ভালবাসি- মা গো
খুব বেশি ভালবাসি’’ ‘‘প্রথম বাংলাদেশ আমার
শেষ বাংলাদেশ; জীবন বাংলাদেশ আমার-
মরণ বাংলাদেশ- বাংলাদেশ- বাংলাদেশ ’’
‘‘আমি বাংলা মায়ের ছেলে- জীবন আমার ধন্য
যে হায়-জন্ম বাংলা মায়ের কোল’’ ‘‘জীবন
বাংলাদেশ আমার-মরণ বাংলাদেশ- বাংলাদেশ’’।


১৬ অগ্রহায়ণ ১৪২৯, ০১ ডিসেম্বর’২২