===================
নোনা জলের বানভাসী মানুষ আমি-
নাই রে আমার সুখ দুখের অনুভূতি!
শুধু জগৎ সংসার মায়াময়-
কার গায়ে সূর্য ছায়াদয়;


কার খবর কে রাখে- পাপের নিন্দা
ঠোঁটের বাঁকে- কার আগে কয়
তার জলে তাই ডুবে
পাড়াপষি নয়!


রঙিলা মাটির ঘরে হাজার চোখ
চেয়ে থাকে শূন্য মেঘে গন্ধ-
ঘুম তো আসে না রাতে
সুখের জলে অন্ধ;


তবুও রাত পোহানে হাজার কাক
কার আগে ডাকে নিন্দা পাপে
কার ঘরে-জড়ান কাপড়ে
মাটির সনে ঘুমায়।


২২  শ্রাবণ ১৪২৬, ০৬ আগস্ট ২০
-------------------------------