==========================
ঐ বাড়িটা দেখ না- ঐ বাড়ি নাকি আমার না
বাড়ির দক্ষিণা জানালা তাও তোদের বলিস না;
বললে দেখিস ঝরে পরবে কৃষ্ণচূড়ার পাঁপড়ি-
ঘাসফড়িং টা উড়ে উড়ে বেজায় বড় ক্লান্তি!
মৃদুল দুলা সবুজ ঘাসে ঘাসফড়িংটা বসে না ।


অনুরাগের পয়সা ভারি অহংকারের জুরাজুরি
সূর্য উঠে কেমন করে চাঁদ যে ভীষণ আড়ি-
জ্ঞানের শূন্যতা বজ্রপাত তুলে সে হাসি- তবুও
সকালের রোদে ঘাসফুলে রাঙা উঠান সারি সারি
কোন অনুরাগে বলবে আধার নাকি আমার বাড়ি।


২৬ আষাঢ় ১৪২৬, ১০ জুলাই ১৯


---------------------------------