কত সময় গড়ে গড়ে গেলো  
মাটির বুকে মধ্য ভাগে, মেঘ বৃষ্টি শ্রাবণ;
তবু এক ভাবনার ধূলি বালি
সোনালি রোদ্দুর চোখে মুখে এতটুকু লাগে না-  
বলো কি করে ছুঁয়ে যাবে?  


চাঁদের সম্মুখে জীবন্ত লাশ; আধাঁর গায়ে  
বামনের ছায়া দূরন্তপনা নেই
এখন সময়ের বৃন্দাবনে বিবর্তন- তবু বয়স  
বোধহীন শিশু,পথ কফিনের মুখে
দৃষ্টিগোচর শুধু সবুজ ঘাসে বয়সের যন্ত্রনা।


১৯চৈত্র ১৪২৮, ০২এপ্রিল ২২