=================
কমলীলতা ফুলের রঙ-
আর বাঁশ পাতার নীল !
আহাত শূন্য মেঘে করেছে রঙিন;
গন্ধ পাগল করা জোনাকির
স্বপ্ন বিভোর রাতজাগে চিরচির-
ফুলচন্দন ফিরবে না আর অম্লীন;


নদে জল শুকনো কচরি ফুল
ভাসে গেলো বাসনা বিধুর দুই কুল-
মাটি সুধায় ঘাসফড়িং- ঘাসফুল
ফিরে না না প্রেমযমুনার মুল -
কাশফুল নলফুল গায়ে বাঁধে না ধাঁধা-
হলুদে বনফুল রাঙা ভুলে সাদা।
২৭-০২-১৮
=======