==================
তোর বোকা শোকা মন মেঘে
ঝড় হাওয়া বোবা বৃষ্টি ঝরবে
কুল কিনারা পাবি না খুঁজে-
চালাক হতে লাগলে না সঙ্গ বেস
তবুও চালাক হবি অন্তবেসে
বাজা ঢোল- নিজের পিঠে- নিজে।


দেখবি হঠাৎ রঙধনু বিকেল হাসে
হাসে রোজ জোছনা তারা
সোনালি দিনগুলো তারাও হাসে
হাসেন যত আঁধার খিট খিটে;
বসলে তারার মেলায় আধার টুটে
বাজা ঢোল- বাজা নিজের পিঠে- নিজে।


তবুও হুস হলো না এ জনমে
আর কয়দিন বাঁকি জনম তরী!
তোর বুকের মাটি জনম খাঁটি-
বুঝলি না রে বোকা শীতল পাটি
হাটিস না বোকা শোকা মেঘের সনে
বাজা ঢোল- বাজা রে ঢোল বুক পিঠে।


১৩ শ্রাবণ ১৪২৬, ২৮ জুলাই ২০
------------------------------