সোনা ফসলের দিনগুলি
হারিয়ে যাচ্ছে কেমন করে জানি?
বৈকালি কিংবা সন্ধ্যার তারাগুণানো
রাত ফুরানো মধ্যভাগে চাঁদনি!
ভাবতেই- দীর্ঘশ্বাসে ঘাম ঝরে যায়-
বলো ! কেমন ছিল- কেমন ছিল;


যত দুষ্টুমি কথার বাঁকে প্রণয়ের
আভাস রঙিন স্বপ্ন ভালইছিল-ভালইছিল-
কান পেতে শুনতাম- বনে জঙ্গলে
ফাল্গুনে কোকিলের গান- বর্ষায় সাঁতার
খেলা খেলে যেতাম পুকুর খাল বিল
প্রণয় আভাস রঙিন স্বপ্ন ভালইছিল- ভালইছিল;


কখনো সবুজের ছায়া মুখ না দেখায়
বেড়ে যেতো বেদনা সিক্ত রণ-
কাটতো না আর দিন রাত- রাস্তার প্রান্তে
দাঁড়িয়ে থাকা ধূলিবালির চোখ
‍শুধু অপেক্ষায় ভোর ক্লান্তি ক্ষণ! না দেখায়
বেড়ে যেতো বেদনা সিক্ত মন বেদনা সিক্ত।


২৯ভাদ্র ১৪২৮, ১৩সেপ্টেম্বর ২১