===================
মাটির মায়া হারায় ভীষণ-
শুধু স্বার্থপর এই আকাশ
বাতাস, এই জলমাটি;
স্বার্থপর নয় শুধু এই মরণ,
এই দৃশ্যবিরল নীল! প্রণয় হিংসী-
তবুও বেজন্মা স্বার্থপর
রক্তবর্ণ আপন গহীনে-
আসা যাওয়া -মেঘ মাটি
নি:শ্বাসে স্বার্থপর খেলা!
অতঃপর এক্ষণেকে বেজন্মা স্বার্থপর।


০১ মাঘ,১৪২৫,১৪জানু’১৯
--------------------------