=========================
ভিতরের বর্ণমালার নীরব পূর্ণিমা রেখ না-
অমাবস্যার বুকে শুধু যন্ত্রনা;
বাহিরের বিবরণ ছবির চরিত্রও রেখ না
তাপরশ্মির করবে যে বন্দনা।
অতঃপর ভিতর বাহির রাখ জনসমুদ্র
ঢেউয়ের ঝিলিক মারা আয়না-
সুবাস ভরা গন্ধ বাতাসমুখি বায়না, তবেই
ভিতর বাহির স্বার্থক, বুঝো না।


২০ আষাঢ় ১৪২৬, ০৪ জুলাই ১৯
--------------------------------