এ মাটির বয়স বেড়েই যাচ্ছে
তার সাথে কত না পরিবর্তন ঘটছে;
মাঠ, ঘাট, সোনালি ফসল ইত্যাদি-
অথচ মনের রূপ আজও পরিবর্তন,
দেখলাম কই? বিস্মৃতির নোনা পরে
যাচ্ছে- চোখ অথবা দেহের ভাজে-
বিবেক বৃদ্ধি সেই রকমী আছে অথচ
বিবাহ শব্দটা কঠিন কঠিপাথর যাকে
বলে কার পৌষ মাস, কার আবার সর্বনাশ,
কি অদ্ভুত ভাবাই যায় না কখন যে-
উচ্চরক্ত চাপ সৃষ্টি করে বিবাহ।


২৭ ফাল্গুন ১৪২৮ ১২ মার্চ ২২