======================
আকাশের বুকে রঙধনু মেঘ
আর তোমার দৃষ্টি নন্দন ভাবনা-
বলো কোন রঙ লাগে খুব ভাল
আকাশ কি জানে ! তোমার প্রয়োজন
তুমি বুঝো- কেন আকাশকে দোষ কর;
নদীর জল শীতল ঢেউ পলি বালি চর-
কোনটা উপকারে আসে তুমি জানো!
যদি না জানো তোমার ব্যর্থতা, তুমি মানো।
তবে জানো, বুঝো, ভাবো খোঁজ, স্বার্থকতা পাও-
এই রঙবিরল প্রকৃতি বিবেক প্রসন্ন কি বা চাও
বিবেক শুধু আকাশ নীড়ে দৈন্য।
০৬-০৩-১৮
=======