পথের সৈনিক হলে দোষ কোথায়?
একটা ভাল কাজ করার প্রত্যয় রাখ-
এবং কর্তব্য! বিবেক শুধু আবেগের হয় না;
একটু বাস্তবতারও প্রয়োজন আছে অতঃপর দেখ।
ন্যায়ের পথে চলো সৈনিক হই! হবে তো;


সামনে মরণ বসে আছে- যেতেই হবে
অনেক দূরের পথে বিবেক জাগ্রত হও
একটা অন্যায় করে কোথায় যেতে চাও?
অন্যায় ত তোমাকে ছড়বে না; এগে আসো
ভেবো না দুর্বল ! তুমিও পারবে হতে বিবেকবান।


১২ আশ্বিন ১৪২৬, ২৭ সেপ্টেম্বর ২০
----------------------------------