=================
ভুল করা স্মৃতির পাড়ায়
আজ বিবেকের খুব হাটহাটি-
এক গলা নদীর জলে
মেঘলা ভারি বালুচরে ঢেউ;
খেলে প্রসূতি বোধের
স্রোত ভাঙ্গা খানিক মৃদু হাসি।


কিছু স্বার্থপর বর্ণগুলো
তবু নীল রঙের রাঙা আসমানি-
শুধু আফসোস অহাকার
আর রক্তক্ষণ- ঝর্ণাকেও হারমানায়
অথচ ভাবনার আলাপনে-
বাস্তবতার সামনে শুধু চক্ষুরোদন-
অতঃপর বিবেকের হাটাহাটি।


০৮ বৈশাখ ১৪২৬, ‍২১ এপ্রিল ১৯
------------------------------