====================
নিঃসন্দেহে আমি অকবিদের দলে-
নিত্যক্ষণে বলে- ঐ জানালা,
দরজা আর পুর্বের বারান্দা;
ভাবিস না বেলগাছ ভাবিস না-
স্বাক্ষী যে তুই !
অভিমানি নয়;
তোকে ছেড়ে যাচ্ছি অনেক দূরে।
নিঃশ্বাসে অনুভবে-
তোর সবুজ শীতল ঘ্রাণ পাবো।


দেক শত যন্ত্রণা উড়ে দিয়েছি-
ঐ নীল অাসমানে- অাফসোস শুধু
তোকে আর পাশে পাবো না;
ওরা দুজন তোর সবুজ পাতা আর ছিরবে না।
কি নিঠুর ? এটাই সত্য রে
একদিন বিদায় নিতে হয়; তাই নিচ্ছি,
তুই তো বসন্তে কত পরিবর্তন হস-
সবসময় সতেজ দীর্ঘজীবি থাক
অতঃপর আমি আর পারি না
বিদায় বেলগাছ বিদায়।
১৯-০৩-১৮
=======