যে ভাবে চলি আমি
তুমি বলো বিড়াল মুখি ভাব-
ভাবের গায়ে বুঝলে না
অচিন পোড়া তাপ।
এ উষ্ণ ভাবের মাঝে
শীতল ডাঙার প্রেম-
বুঝতে গিয়ে হলো না বুঝা
আরশি চোখে টুকর টুকর ফ্রেম।


কতো ছবি আঁকা হলো
সূর্য্য ডুবি বেলা গেলো-
হাঁটতে হাঁটতে পূর্ণিমা এলো
তবুও এভাবেই রয়ে গেলো;
বেড়ে গেলো তাপে তাপে অনুতাপ
তুমি আর বলো না ভাব-
তারায় তারায় ছুঁয়ে গেছে
অনুভূতির হাজার তাপ।
২৩-১০-১৭
=======