বৈশাখের গায়ে রোজা
তবু চল মঙ্গল শুভ যাত্রা-
কবুল করে নাও না রোজা;
এই সব সং যমের আরাধনা
দুচোখে অভিনয়ের কান্না!


তবু কি বৈশাখের রঙ বিরল  
থামবে আর? চোখের জ্বালা-
পেটের ক্ষুধা, ধূলি মাখা পথেই
খায় লুটাপুটি-হোক না ইলিশ
ভাতে পান্তা, বৈশাখের ইফতারি।


৩০চৈত্র ১৪২৮, ১৩এপ্রিল ২২