=====================
যত ব্যথা পেলাম-ঐ ফুল কে ছুঁয়ে
যত স্বপ্ন হারালাম-গন্ধ নিতে গিয়ে!
জমাট বাঁধা রয়েছে ব্যথার বালুচর
উচ্ছ্বলে উঠে ঝড়-ভেঙ্গে যায় ঘর।


আর স্বপ্ন দেখে না- চোখ
ব্যথাও মনে করে না- দুখ-
মেঘে মেঘে বৃষ্টি- তবুও নাই কন্দন
শুধু ভাসমান-বুকতে দাগ রক্তরোদন;


কি প্রশ্নের বেড়াজাল থেকেই গেলো!
ফুল গন্ধের উচাটন অথচ ক্ষণস্থায়ী অবারণ
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে বয়স সন্ধি ব্যথার মরণ।


০৭ জ্যৈষ্ঠ ১৪২৬, ২১ মে ১৯
--------------------------