এই বর্ষায়
কদমও রক্তে রাঙায়
শীতল গায়!
উষ্ণতা পেলো না হায়-
এই বর্ষায় ।


কপাল পুড়া বনহাঁস
উদয় শুন্যে উড়ে বার মাস-
শুধু হলো না- হলো না
ঝিলেবিলে ভিজার উচ্ছ্বস;


এমনও বর্ষায় ক্ষণ বর্ষণে
বিন্দু বিন্দু জল-
আর কি আসবে ফিরে
খেলা ঘরে উদয় চিত্তে
শুধু পেলো ছল।
২৬-০৭-১৭
-------------