========================
প্রায় ৩৯ বছর বর্ষপঞ্জির রদ বদল দেখলাম-
আরও দেখলাম প্রতিনিয়ত দুর্বাঘাসের বহর,
ঘাসফড়িংর দৌড়! মৌমাছির রঙ ছড়ানো মিষ্টি!
তারপর মুছে গেলো দুঃখনাশি পূর্ণিমা রাত-  
কিছু জলপ্রবাদ কিংবা চৈত্রের খরা দুপুর;
আরও সন্ধ্যার স্বপ্নবালিশি সবুজ হলুদে খেলা।


তবুও অনুভবে- অনুভবে, স্মৃতির ক্ষীণ নিঃশ্বাস
জেনো সরিষা ফুল দেখার অপেক্ষা চোখ!
বেশ তো মাঠ ভর্তী রঙিন ফুল ফুটছে-
আরও তারার মেলা জ্বলছে- এমন কি আতর
গন্ধ নন্দিত নাক, যতসব উপঢৌকন হাতের
ছোঁয়াই রঙিন করুক, আলোকিত হোক বর্ষপঞ্জি ঘর।


১৬ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ৩১ ডিসেম্বর ১৯
---------------------------------------