=============
পাতা পাপড়ি ঝরে যাচ্ছে
অঙকুর সব পাচ্ছে প্রেম
ধূলির মেঘ খাচ্ছে ঘোরপাক
বসন্ত শুধু ফাল্গুনের ডাক
চল চল অঙ্কুর হই; নতুন ঘ্রাণ;


নতুন সাজ আহা কি বাজনা বাজ
ভাবিস না পূর্ণিমাতে হারাব না
জোছনায় জোছনায় চেয়ে থাক
আজ যে বসন্ত ফাল্গুন
সরিষা রঙ মেখে যাক।


২৪ মাঘ ১৪২৫,০৬ ফেব্রু’১৯
--------------------------