হাঁটতে- হাঁটতে উপলব্ধি করলাম
সেই বসন্ত হাওয়া দোলে- দোলে গেলো-
কিছুতেই আলিঙ্গন করতে পারলাম না!
দুঃখটা ওখানেই- সেতো এতটুকু বুঝল না-
ফিরেও তাকাল না, উড়া বসন্তের আকাশ;
এখন চলতে- চলতে বসন্ত একটু হাসে উঠে


মুচকি হাসের আড়ালে দাঁত ঝিলিক মারে
এই না হলো বসন্ত জুড়ে চোরা বাতাস;
অনূভবে খেলা করা সোনালি দুপুর লাবণ্য
ধূলিমাখা ক্ষণ, হাঁপানির মত শ্বাস- ঘাম ঝরার
মত মেঘলা বৃষ্টি বসন্ত তুমি কেমন করে আসো
যাও- অন্তরটা ধুক ধুক করে গড়েছো বসন্ত কবিতা।


২৭ মাঘ ১৪২৬, ১০ ফেব্রুয়ারি ২১
------------------------------