===========================
মাটির বুক পকেটে র গল্প যেনো ইলিশে মাছ!
গল্প শুনে শুনে মুখরিত এই মাঠ ঘাট জনসমুদ্র-
অথচ এ বুক পকেটের গল্প মেঘ শূন্য অমাবস্যা,
সব কিছুতেই ধু ধু বালুচর, বালিঝড়,
মরচে পরা গল্পের উঠন!


ঐ স্বর্ণমোহলে মাটির নিত্য নতুন গল্প তৈরি হয়;
ঠিক তেলে ভাজা ঈর্ষার কুটুম! খুব জানতে
ইচ্ছে হয়- সাদা বক হয়ে- এমন কি দেয়ালের
তাজা লাল রঙ হয়ে, ঘাসফুল ফুটে অথবা
সন্ধ্যা মুখর বকুল ফুলের গন্ধ সুবাস ছড়ে !


তবুও গল্পের পাতাগুলো বৃদ্ধ হয়ে
ঝরছে ধূসর মাটির বুকে
অতঃপর একটা স্বচ্ছ বুক পকেটের
গল্প বলা হইলাম কই?
২৩-০৯-১৮
-----------