==========================
ওরা বুক পিঠের রক্তদিয়ে, কিনে দিলো স্বাধীনতা
সেই স্বাধীনতার দেহে বুকে যদি স্বাধীনতা থাকে-
তাহলে- বলো ! পিঠের স্বাধীনতা কই?
পিঠ আর বুক একই শ্বাস প্রশাসের উজ্জীবিত!
ঠিক স্বাধীনতা এমন হওয়া ব্যঞ্জিত-


বাতাস অনুভূতি করা- তাপের ঘামে ভিজা
শীতে শীতলতা হয়া-কিন্তু স্বাধীনতা এমন নয়
যে সবকিছুর ঊর্ধ্বমুখি উপেক্ষা করা ?
স্বাধীনতা হলো ধ্যান জ্ঞান বিনম্র শ্রদ্ধা স্নেহ-
স্বাধীনতা দেহের উভয়ে সাম্যগীতির রবিশশী;
নবক্ষণ হোক বুক পিঠে স্বাধীনতার বিচরণ।
২৫-০৩-১৮
========