রোজ রোজ লেবু রসে চা খেতে খেতে
গলার ভিতের ঘাগর পরেছে- কোন মিষ্টি
গন্ধ স্বাদ কপাল থেকে চিরতরে মুছে গেছে!
ভাগ্যের ওজুহাতে আর কোখন ফিরে আসবে না;


না আসুক! একটু ভেবো না যমুনার সমস্ত জল
শুকে যাচ্ছে- জল দেই- জল দেই এত বলি-
তবুও জাগতে চায় বালুচর অথচ নদ বুকে থৈই
থৈই জল টলমল করেছে, বুঝেই না;
কি ছাই স্বপ্নটপ্নো দেখে দেখে রাত পোহাই;


অতঃপর এ জগত জুড়ে যত পারো লেবু রস দেও
এক গলা পর্যন্ত শুধু নাকে ডুবে এক পিয়ালা চা খাই-
খেতে খেতে দেশ জুড়ে মাতাই তুমিও খাও চা নাও।


২৬ ভাদ্র ১৪২৬, ১০ সেপ্টেম্বর ২০
------------------------------------