======================
চারআনা দামের কলাও ভাল!
যুগের মিথ্যাচার সোনার পলঙ্কটাও কালো-
ত্যাগের ঘুম আকাশময় আলো;
প্রলোভের প্রসাদী ঘুমেরা ইটভাটাও জ্বাল-
গুণতে পার ষোলআনা কুড়িতে
বুড়ো সহ না-বদমদারি, গোল্লাছুট, বউচি
খেলতে আর পারও না- উঠনে
তোমার এখনো বকেয়া আছে চারআনা?
টাকাকরি পায়সা হাতের ময়লা;
সঙ্গে রয় না, যদি না থাকে পুণ্যের গয়না
কি হবে এতো সব বায়না
ভেবে দেখও চারআনার কলাও ভাল।


২১ ভাদ্র ১৪২৬, ০৫ সেপ্টেম্বর ১৯


----------------------------------