উৎসর্গঃ আশার প্রতিষ্ঠাতা মোঃ সফিকুল হক চৌধুরী


তোমার এ চলে যাওয়া মানে
মন মন্দিরে সকাল দুপুর পূজা করা!
এ চলে যাওয়া মানে সমস্ত সৃষ্টির
রঙে রাঙা তোমার এ চলে যাওয়া বলে না
তুমি নতুন দিগন্ত সৃষ্টি করা মহা মানব
শস্য শ্যামল গ্রাম বাংলার সুবাসিত বাতাসের
ঘ্রাণে ভাসবে- নয়নের দৃষ্টি কোণে
তুমি মৃত্যুঞ্জয়ী তুমি পূর্ণিমার চাঁদে চির অমলিন।


২৭ মাঘ ১৪২৬, ১২ ফেব্রুয়ারি ২১
-------------------------------