===================
বহুদূর হারিয়ে গেছে মনের সবুজ !
তবুও ঐখানে একমুঠো আছে-
চির সবুজ; প্রতিনিয়ত দোল খেয়ে যায়-
কখনো শিমুল কিংবা কলাগাছের
মৃদু পরশ।


অথচ খুঁজেই হারায় দৃষ্টিপটে
পূর্ণিমার চাঁদ- ভাবনার সবুজ রঙে
বিবর্তন হয়েছে-সমস্ত আইল পাথার
কিন্তু লতাপাতা, শ্যসখেত
দুর্বলাঘাস ঠিক তেমনটি আছে;


অতঃপর মনের সুবজটা আরও
অবরুদ্ধ করছে শুধু
পিচু ফিরার আনন্দময় ক্ষণে
চির সবুজ মন আরও সবুজ।
০১-১২-১৮
-------------