=========================
দৃষ্টিগোচর আকাশ বুকে-প্রেম খুঁজি-প্রেম খুঁজি
সবুজ প্রকৃতির মাঝে গন্ধ সুবাস লুটালুটি;
জলের মাঝে ডুব সাঁতার করে ভাসাভাসি -
তবুও প্রেমে আমার স্বরূপে ঘর ছাড়াছাড়ি;


কৃষ্ণচূড়া -চন্দ্র তারা, বকুল পারা- না হয়
ঝরা ফুলের তরা- জোনাকির করে আত্মহারা;
না চিনিলে প্রেমের জ্বালা- স্বার্থক হবে না
একটা পূর্ণিমার রাত জাগা ছোঁয়াছুঁয়ি।


ভোরের বিরূপ বকুলের সহ না- খুঁজতে গিয়ে
প্রেম হারায় অন্তসাঙ্গ এ পার ও পার- তবুও
তার প্রেম অঙ্গে জুড়ে কাঁদামাটির ছোঁয়াছুঁয়ি।


০৯ ভাদ্র ১৪২৬, ২৪ আগস্ট ১৯
-------------------------------