জলের গায়ে এঁকে যায়- এঁকে যায়-
কত ধূসর মৃত্তিকার ছবি!
মলিন করে একখানা আকাশের চাঁদ তারা
ঝাঁঝাল পূর্ণিমার কিছু নোনা জলের কায়া!


অথচ ‍ছবির ঠিকানা একদিন মুছে যায়
যেমনটি তার- তার- তার- দাদা, নানার মতো;
বলতে পারে না সেই জলের ছবি,
ভেসে যাওয়া তীর বতীর খেলা


হারিয়ে গেছে চিহ্নহীন পদধূলি
তবু ইতিহাস বাঁকা থাকে-
থাকে নদ নদী আইলপাথর আর
মন সন্ধ্যায় ফুটান একটা ছবির বেলা!


২১ভাদ্র ১৪২৮, ০৫ সেপ্টেম্বর ২১