সোজাসুজি- মুখোমুখি দাঁড়াই না
ইচ্ছে হলেও কথা বলতে পারি না
স্নেহ মায়া, হাতে হাত স্পর্শ ছুঁই না;
নিঃশ্বাসে বিশ্বাসে-খাওয়া দাওয়াই
চলা ফিরাই সবই ঠিক আছে, অথচ
রোদেলা উজ্জ্বল প্রকৃতির ছায়াতে তোমায়
দেখতে পাই না? চাঁদ তারা দৃশ্যহীন
যেনো মৃত প্রায়- তাহলে কি আমি মৃত!
বসবাস করছি বাউলা বেশ জীবন্ত লাশ!
ভাবনা মাত্র- অতঃপর চোখ অদূরে হয় মৃত।


২৭ আশ্বিন ১৪২৮, ১২অক্টোবর ২১