======================
ভাবনার চক্ষুদ্বয়- যন্ত্রনায় উড়ে
লাউয়ের গাছে জোনাকি জলজল করে-
আশ্বিনের চক্ষুদ্বয়- কার্তিকের ভেলা;
এতো অউলাবাউলা যন্ত্রনা- বকুল ফুলের মালা।


ফাল্গুন নাশিত হলো প্রেমময় ভাবনা
তবুও চক্ষুদ্বয় র্নিঘুম, তারাময় স্বপ্ন রঙিন-
কৃষ্ণচূড়া রাঙিয়েছে হাজারও ঘট
অতঃপর চক্ষুস্মান- বুঝলো না লাউয়ের ডগা শ্মশন।
২৭-০৩-১৮
========