প্রতিবেশীর সাথে প্রেম করা আর
মুরগীর গোস্ত খাওয়া একই কথা;
প্রেমিক প্রেমিকার প্রেম সেতো সোনায়
সোহাগা যেনো গলাকাটা ছলনা!


খাতা কলমের প্রেমে মধ্যস্থ নেই-
কেউ- কেউ বলে উঠে মন্দ নয় ভাল
অন্ধকারে জ্বালায় আকাশ সমূহ আলো;


কেনো জানি প্রেম দ্বয়ের মধ্যে স্বার্থপর
ছাড়া আর কিছুই নেই ভাল- তবু প্রতিবেশী
বলে কথা আর প্রেমিক প্রেমিকা; পশু পাখি
গরু,ছাগল,হাঁস, মুরগী প্রভু প্রেম ভক্তি, দৃষ্টি
মুখর শুধু সূর্য চাঁদ তারা চেয়েও ছলনা নয় খাটি।


১১ বৈশাখ ১৪২৯, ২৪এপ্রিল ২২