:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
তিলকতমা যত স্মৃতির অশ্রুমাখা সরিষা ক্ষেত,
সোনালী মাঠ, সারি বাধ আর ধু ধু বালুচর- দেখতে চাও !
হাওয়াই চাঁকার আনন্দে আনন্দে চলে এসো প্রেমযমুনার ঘাটে-


র্দীঘাশ্বাস নেয়ানেয়ী নাকে- আহা কি সুখের কম্পন বুকে
মৃদু হাসাহাসি রজনীগন্ধাতে হঠাৎ ঘাসফড়িং ছোঁয়ে যাবে-
সিক্ত নয়ন স্মৃতির বাঁকে- কখন নুনে, শূন্য ধোঁয়ার সাঁঝে।
২০-১১-১৭
=======